শ্রীমঙ্গলে লিমন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিলেট ব্যুরো: শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল ‘লিমন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা। সোমবার সন্ধ্যায় সোনালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্থানীয় মিশন রোড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিসবাহুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি এ.এস.এম ইয়াহহিয়া, শ্রীমঙ্গল পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার ছাদ উদ্দিন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শফিকুল আলম উখবাহ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, সোনালী স্পোর্টিং ক্লাবের সাবেক সদস্য ইতালী প্রবাসী আবু কাউছার লাবলু, দৈনিক বজ্রশক্তির সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান ফখরুল ইসলাম, হেযবুত তওহীদের হবিগঞ্জ জেলা সভাপতি মো. শাহ জাহান, মৌলভীবাজার জেলা সভাপতি মো. আবু তাহের ভূইয়া, দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি শাহ আলম, সোনালী ক্লাবের সহ-সভাপতি শেখ নোমান ও নব নিযুক্ত সভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন।
এসময় ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন সোনালী স্পোর্টিং ক্লাব ও পৌর যুবলীগের সভাপতি মো. আকবর হোসেন শাহীন। টুর্নামেন্টে ১ম পুরস্কার বিজয়ীকে ১০ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করে ‘কাছে থাকো সব সময়’ এবং ২য় পুরস্কার বিজয়ীকে ৫ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করেন আতিকুল ইসলাম সায়মন।
টুর্নামেন্টে মোট ৮০টি দল অংশগ্রহণ করে, তার মধ্যে ফাইনাল খেলায় ফুলবাড়িয়া ক্লাবের মুখোমুখি হয় সময় ক্লাব। ১৩৬ রান টার্গেট নিয়ে ফুলবাড়িয়া ক্লাব ব্যাট করতে মাঠে নেমে সময় ক্লাবকে ৩ উইকেটে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হন ফুলবাড়িয়া ক্লাবের মো. গালিব।
মাজহারুল আলম পাভেল এর সঞ্চালনায় টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক বজ্রশক্তি।