সমাবেশের অনুমতি পেল আ’লীগ-বিএনপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ অনুমতি দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কনফারেন্স রুমে এক সংবাদিক সম্মেলনে অনুমতির কথা ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, স্বাধীন মত প্রকাশের স্বার্থে দুই দলকেই বিশেষ বিবেচনায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে সড়ক বা রাস্তায় কোনো সমাবেশ না করার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে পার্টি অফিসের সামনে সমাবেশের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।