Connecting You with the Truth

সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান তালুকদারের বিরুদ্ধে প্রচারিত চাঁদাবাজি ও হত্যাচেষ্টার সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার এক প্রেস নোটে এ দাবি জানান মেহেদি হাসান।

পূর্ব শত্রুতার জেরে পিরোজপুর জেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের শ্রমিক লীগ নেতা সোহেল বেপারী মেহেদী হাসান তালুকদারের নামে মিথ্যা অভিযোগ এনে একটি অনলাইন পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেন বলেও দাবি তার।

সোহেল বেপারীর ফেসবুকে প্রচারিত বিএনপির এক কেন্দ্রীয় নেতার নাম ভাঙিয়ে স্বরূপকাঠিতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগটিকেও মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

প্রেস নোটে তিনি আরো দাবি করেন, সোহেল বেপারী আওয়ামী লীগ মনোনীত স্বরূপকাঠি সদর ইউনিয়নের চেয়ারম্যান আল-আমিনের ছত্রছায়ায় থেকে অতীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। বর্তমানে তিনি বিএনপি’র শ্রমিক দলের সভাপতি পদ পেতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এ ব্যাপারে মেহেদী হাসান স্বরূপকাঠির জনগণ ও প্রশাসনের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)

Comments
Loading...