Connecting You with the Truth

সামুদ্রিক সম্পদ আহরণের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির প্রতি রাষ্ট্রপতির গুরুত্বারোপ

president bdp

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএমইউ) উপাচার্য রিয়ার এ্যাডমিরাল এএসএম আবদুল বাতেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, সামুদ্রিক সম্পদের উন্নয়নের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি এবং এই সম্পদ জাতীয় প্রয়োজনে ব্যবহারের এখনই সময়।
সমুদ্র সম্পদ বিষয়ে সর্বাধুনিক জ্ঞানসমৃদ্ধ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে বিএসএমআরএমইউ-এর দায়িত্ব প্রসঙ্গে রাষ্ট্রপতি বিশ্বের খ্যাতনামা মেরিটাইম বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সঙ্গতি রেখে পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচি উন্নয়নের জন্য উপাচার্যকে পরামর্শ দেন।উপাচার্য রিয়ার এ্যাডমিরাল এএসএম আবদুল বাতেন বিএসএমআরএমইউ-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতিকে তিনি আরও জানান, ২০২১ সালের মধ্যে আন্তর্জাতিক মান অর্জনের লক্ষ্যে ভারত, মালয়েশিয়া, মায়ানমার ও অস্ট্রেলিয়ার মেরিটাইম বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়।

Comments
Loading...