Connecting You with the Truth

সারা দেশে ৩৮ হাজার মোটরসাইকেল আটক

1_105044পুলিশের অভিযানের অংশ হিসেবে সারা দেশ থেকে প্রায় ৩৮ হাজার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক এ তথ্য জানান।
তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ীপুলিশের অভিযানে এ পর্যন্ত ৩৭ হাজার৭৯১ টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়। এর মধ্যে রেজিস্ট্রেশন করে ৩ হাজার ৭৭৫টি মোটরসাইকেল নিয়ে গেছে। রেজিস্ট্রেশনের টাকা জমার রশিদ দেখিয়ে ১১ হাজার ৩৬টি মোটরসাইকেল নিয়ে গেছেন তার মালিকরা।

পুলিশের অভিযানে মোট ৪৪ হাজার ৮৭৫টি মামলা দেওয়া হয়েছে। এ থেকে পুলিশের মোট আয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ টাকার বেশি। আর সারা দেশে বিআরটিএর মাধ্যমে আয় হয়েছে ১১১ কোটি টাকারও বেশি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...