Connecting You with the Truth

সালথায় দুই গ্রামবাসীর সংঘর্ষ: আহত-৮

hamlaফরিদপুর থেকে হারুন-অর রশিদ: ফরিদপুরের সালথায় জমি চাষ করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ও কাকিলাখোলা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধায় জমি চাষ করা নিয়ে গৌড়দিয়া গ্রামের আব্বাস মাতুব্বরের সাথে পার্শ্ববর্তী কাকিলাখোলা গ্রামের জাকির মিয়ার কথাকাটাকাটি হয়। এ সময় জাকির মিয়াকে আব্বাস মাতুব্বর লাঞ্ছিত করে। এরপর ঘটনার দিন বিকালে কাকিলাখোলা গ্রামে রাখা আব্বাস মাতুব্বারের পাওয়ারটিলার জাকির মিয়া লোকজন নিয়ে ভাংচুর করার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে। এসময় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। চলে ঘন্টাব্যাপি ধাওয়া পাল্টা ধাওয়া। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত কাকিলাখোলা গ্রামের আইয়ুব মাতুব্বর ও জাকির মিয়াকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গৌড়দিয়া গ্রামের বাচ্চু মাতুব্বার ও কাকিলাখোলা গ্রামের হাদিস মিয়া বলেন, ঘটনার আগের দিন ধান ক্ষেতের জমি চাষ করা নিয়ে জাকিরের সাথে আব্বাসের বাকবিতন্ডতা হয়েছিলো। এব্যাপারে বুধবারে সালিশ মিমাংসার কথা ছিলো। সালিশ মিমাংসায় বসার আগেই সংঘর্ষ বেধে যায়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে উভয় গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Comments
Loading...