সালাহ উদ্দিন মেঘালয় রাজ্যের শিলংয়ে গ্রেফতার!
ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং-এ সালাহ উদ্দিন আহমেদ (৫৪) নামে একজন বাংলাদেশিকে সোমবার গ্রেফতার করা হয়েছে বলে দেশটির এক সংবাদ মাধ্যম জানিয়েছে।
এদিকে আজ মঙ্গলবার ‘নিখোঁজ’ সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বেলা ১১টার দিকে স্বামী সালাহ উদ্দিনের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। তিনি মেঘালয়ের একটি হাসপাতালে আছেন এবং সুস্থ আছেন।
পুলিশের বরাত দিয়ে শিলং টাইমস জানিয়েছে, সোমবার সকালে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে বাংলাদেশের নাগরিক সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।
শিলং টাইমস-এর সম্পাদক মানস চৌধুরী বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, গতকাল মেঘালয়ের গলফ লিংক এলাকায় ঘোরাফেরার সময় সালাহ উদ্দিনকে পুলিশ আটক করে। প্রথমে তার কথা শুনে পুলিশের মনে হয়েছে, তিনি অপ্রকৃতিস্থ। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সুস্থ বলে চিকিৎসকেরা জানান। সালাহ উদ্দিন চিকিৎসকদের জানিয়েছেন, তার হার্টের সমস্যা আছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।