Connecting You with the Truth

সিটি নির্বাচনে জনগণ যে রায় দেবে মেনে নেব-মোহাম্মদ নাসিম

download (4)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিটি নির্বাচনে জনগণ যে রায় দেবে- আমরা তা মেনে নেব। নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, চক্রান্ত করে আপনি সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করতে পারবেন না। মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়ার চক্রান্তের বিরুদ্ধে বাংলার জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম জিয়ার উদ্দেশে বলেন, আপনি সিটি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র ও চক্রান্ত করেও ৫ জানুয়ারির নির্বাচন আপনি ঠেকাতে পারেননি। সিটি নির্বাচনও বানচাল করতে পারবেন না। সিটি নির্বাচন হবেই।
Comments
Loading...