Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সিপিআর-সিআরএ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

এম আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম )

গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ ও মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) সকল সদস্যদের নিয়ে সিপিআর মোবাইল সার্ভিসিং এর পৃষ্ঠপোষকতায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ইং ফাইনাল খেলা জাঁকজমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৬ সেপ্টেম্বর)সন্ধ্যা ৬ ঘটিকার সময় চট্টগ্রাম নগরীর খুলশী স্বস্বি ট্রার্ফে সিআরএ সংগঠনের সভাপতি টিম পদ্মা বনাম সাধারণ সম্পাদক টিম যমুনা মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টিম পদ্মাকে ১-০ গোলে পরাজিত করে টিম যমুনা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় একমাত্র জয়সূচক গোলটি করেন বাংলাদেশেরপত্র.কম এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও সিআরএ সহ-প্রচার সম্পাদক এম আর মিলন।

সিআরএ সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও চ্যাম্পিয়ান- রানার আপ দলের মাঝে পুরুস্কার তুলে দেন সিপিআর গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রাসেল।

এ সময় তিনি জানান,খেলাধুলা মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।সাংবাদিকদের এমন আয়োজনে আমার প্রতিষ্ঠান সিপিআর অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সংগঠনের সহপ্রচার সম্পাদক মিলন, সেরা গোলরক্ষক হয়েছেন আজাদ।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সংবাদকর্মীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

খেলায় যারা অংশগ্রহণ করেছেন, সংগঠনের সহ সভাপতি মো: রাজু,যুগ্ম সম্পাদক বেলাল,যুগ্ম সম্পাদক কাদের রাজু,অর্থ সম্পাদক রাশেদ,সাংগঠনিক সম্পাদক মো:রুবেল,দপ্তর সম্পাদক আশরাফ,সহ দপ্তর সম্পাদক শাওন,
সহ আপ্যায়ন সম্পাদক মিনহাজ,ক্রীয়া সম্পাদক সাজ্জাদ,কার্যকরী সদস্য নজিব, এবাদুল প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.