Connecting You with the Truth

সিরাজগঞ্জে ‘পীরের’ পিটুনিতে ‘মুরিদ’ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের বেলকুচিতে কথিত এক ভণ্ডপীর ও তার সমর্থকদের পিটুনীতে জয় মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয় মোল্লাও ওই পীরের ‘মুরিদ’ (ভক্ত) ছিলেন বলে জানা গেছে। পুলিশ এ হত্যার সঙ্গে জড়িত ভণ্ডপীর বাতেনকে গ্রেফতার করেছে। নিহত জয় হোসেন (২৪) উপজেলার তামাই গ্রামের মোমিন মোল্লার ছেলে।
রোববার রাতে উপজেলার তামাই এলাকার কুশিপাড়ায় এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, ‘‘তামাই গ্রামের ভণ্ডপীর বাতেন আলীর আস্তানায় প্রতিদিন তার অনুসারীদের নিয়ে আড্ডা হতো। সেখানে জয় হোসেন প্রায়ই যেতো। রোববার রাতে আড্ডার এক পর্যায়ে জয়কে উপুর্যপরি পিটিয়ে গুরুতর আহত করা হয়। জয়ের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।’’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভণ্ডপীর বাতেনকে আটক করে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে

Comments