সিলেট নগরীতে শুরু হচ্ছে যানবাহনে পুলিশের বিশেষ অভিযান
নাঈমুর রহমান নাঈম, সিলেট:
আইন ও নিয়ম উপেক্ষা করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে এবার বিশেষ অভিযানে নামছে সিলেট মহানগর পুলিশ। আগামী ১ সেপ্টেম্বর থেকে নগরজুড়ে পুলিশের এ বিশেষ অভিযান শুরু হবে। অভিযান শুরুর আগে মহানগরীতে চলাচলরত সকল যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার জন্য সুযোগ দেয়া হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেল আরোহীদের বাধ্যতামূলক হেলমেট পরিধান ও মোটরযানে সিট বেল্ট পরিধানের জন্য পরামর্শ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের যথাসময়ের মধ্যে যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) মো. মিজানুর রহমান।
গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযানে মোটরযান অধ্যাদেশের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ ব্যাপারে নগরবাসীর সার্বিক সহায়তা কামনা করেন তিনি।