ইবোলার বিস্তার রোধের পদক্ষেপ হিসেবে সিয়েরা লিওনে নাগরিকদের টানা তিনদিন ঘরে অবস্থান করার নির্দেশ সরকার।
শনিবার দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে নাগরিকদের নিজ বাড়িতে অবস্থান করতে হবে। ইবোলার বিস্তার ঠেকাতে এ সময়ের মধ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা চালাবেন।
গত মার্চে প্রথম ধরা পড়ার পর সিয়েরা লিওনসহ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, গিনি ও নাইজেরিয়ায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ২১শ’ মানুষ মারা গেছেন। রোগটির বিস্তার অত্যন্ত দ্রুত গতিতে হতে থাকায় এনিয়ে উদ্বিগ্ন বিশ্বনেতারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইবোলার টিকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তা সফল হলে আগামী নভেম্বর থেকে টিকাটি দেয়া শুরু করা যাবে।
গত মার্চের পর থেকে সিয়েরা নিওনে ২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময়ের মধ্যে ৪৯১ জন সাধারণ মানুষ মারা গেছেন বলে ডব্লিউএইচও জানিয়েছে।