সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ২
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার বিকালে ও রাতে জেলার ছাতক, জামালগঞ্জ ও সদর উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। গতকাল বিকেলে ছাতক উপজেলায় বজ্রপাতে আব্দুর রহমান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়। হাওরে গরুর জন্য ঘাস কাটার সময় বজ্রপাতের শিকার হয়। তিনি শহরের ৯নম্বর ওয়ার্ডের বৌলা এলাকার মিছির আলীর ছেলে।
অন্যদিকে, রাতে জেলার জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছেন আব্দুল খালেক (৬৮) নামের আরও একজন। তিনি উপজেলার নয়া হালট এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। এর আগে দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মল্লিকপুর এলাকায় বজ্রপাতে আরও ২ জন আহত হন। আহত ২ জনের নাম পরিচয় জানা যায়নি।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান, সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ও ছাতক থানার ওসি আশেক সুজা মামুন বজ্রপাতে নিহত ও আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।