সেমিফাইনালে নাইট রাইডার্স
স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে টানা তিন জয় তুলে নিয়ে ‘এ’ গ্র“প থেকে টুর্নামেন্টটির সেমি ফাইনাল নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দল হিসেবে শেষ চারে নাম লেখালো গৌতম গাম্ভীরের দল। বুধবার হায়দরাবাদের উপলে চরম নাটকীয়তায় মোড়া ম্যাচে তরুণ ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের ব্যাটিং বিস্ফোরণে ২ বল বাকি থাকতে তিন উইকেটের জয় তুলে নেয় কলকাতা। এদিন পার্থ স্কোরচার্সের ছুঁড়ে দেয়া ১৫১ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাকফুটে ছিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি। তবে খেলার ১৯তম ওভারে অস্ট্রেলীয় পেসার কোল্টার নাইলের বলে টানা দুই ছয় মেরে ম্যাচের রঙ বদলে দেন সূর্য। এরপর বিশতম ওভারের প্রথম বলে আন্দ্রে রাসেল আউট হলে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। তবে পিযূশ চাওলা কোনো অঘটন ঘটতে দেননি। বিশতম ওভারের দুই বল বাকি থাকতেই ইয়াসির আরাফাতের বলে চার মেরে দলকে জয়ের বন্দর পৌঁছে দেন এই স্পিনার। তবে সূর্যের আগে খুঁড়িয়ে চলা কলকাতাকে কক্ষপথে রাখেন রবিন উথাপ্পা (২৩), মনিষ পাণ্ডে (২৪) ও ইউসূফ পাঠান (২১)। এই ত্রয়ী প্রত্যেকেই বিশোর্ধ রানের ইনিংস খেলেন। পার্থের পক্ষে পাকিস্তানি পেসার ইয়াসির আরাফাত ৩৯ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। তাছাড়া কোল্টার নাইল ৪১ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। এর আগে টস জেতা পার্থ অ্যাডাম ভোজেসের ৭১ ও ক্রেইগ সিমন্সের ৩৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। কলকাতার সুনীল নারিন চারটি ও কুলদীপ যাদব তিনটি উইকেট নেন।