Connecting You with the Truth

স্টার প্লাসে বাংলাদেশের মডেল অগ্নিলার বিজ্ঞাপনচিত্র

b-4a
বিনোদন প্রতিবেদক:
ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী অগ্নিলার বিজ্ঞাপনচিত্র। স্টার প্লাস চ্যানেলে গত কয়েকদিন ধরে আরএফএল ইতালিয়ানো পণ্যের বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে তাকে। জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি ভারতের আরও কয়েকটি টিভি চ্যানেলে এখন প্রচার হচ্ছে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন টিটো রহমান। বাংলাদেশে জুন থেকে এটি প্রচার হচ্ছে। বিষয়টি নিয়ে দারুণ খুশি অগ্নিলা। কানাডা থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘ভারতের জনপ্রিয় টিভি চ্যানেলগুলোতে আমার অভিনীত বিজ্ঞাপনচিত্র প্রচারিত হচ্ছে, পুরো ব্যাপারটি আমার জন্য খুবই আনন্দের।’ গিয়াসউদ্দিন সেলিমের ‘বিপ্রতীপ’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান অগ্নিলা। একযুগ পর তিনি অভিনয় করেন একই পরিচালকের ‘রোদ’ ধারাবাহিক নাটকে। শেষবার ঢাকায় ফিরে বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করেন অগ্নিলা। তিনি এখন কানাডায় পড়াশোনা করছেন।

Comments