Connecting You with the Truth

স্বর্ণের ভরি সাড়ে এগার হাজার টাকা!

gold_বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। গত ১৯ জুলাই বড় দরপতনের পর এই পণ্যের দাম আরও কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বর্ণ বাজার বিশ্লেষক ক্লাউডি আর্ব।

এই বিশ্লেষকের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স (২.৪৩০৫ ভরি) স্বর্ণ ১১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। এই দাম ৩৫০ মার্কিন ডলারে নামতে পারে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রতি আউন্স স্বর্ণের দাম হতে পারে প্রায় সাড়ে ২৭ হাজার টাকা। সে হিসাবে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় সাড়ে ১১ হাজার টাকা হতে পারে।

বিষয়টিকে নাটকীয় দরপতন বলে অভিহিত করেছেন তিনি। ক্লাউডি আর্বের এই পূর্বাভাস সত্য হলে ২০০৩ সালের পর স্বর্ণের সর্বনিম্ন বিক্রয়মূল্য হবে এমন। Gold প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ক্লাউডি আর্বের এই ভবিষ্যদ্বাণী সত্য হতে পারে। কেননা ২০১২ সালে স্বর্ণের দাম কমবে বলেও পূর্বাভাস দিয়েছিলেন ক্লাউডি। সে সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৬০০ মার্কিন ডলার। আর ক্লাউডির ভবিষ্যদ্বাণীর পর এই দাম কমে ১১০০ ডলার হয়।

ক্লাউডি আর্ব বলেন, স্বর্ণের দামের পরিবর্তনশীলতা শেয়ার বা অন্যান্য পণ্যের চেয়ে কম বা বেশি নয়। এটি অনেক বেশি মূল্যে বিক্রি হতে পারে এবং বর্তমানে তাই হচ্ছে। প্রসঙ্গত, গত ২৩ জুলাই স্বর্ণের দাম আরও কমার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গোল্ডম্যান স্যাক্সও। প্রতিষ্ঠানটির পণ্য রিসার্চ বিভাগের প্রধান বিশেষজ্ঞ Jeffrey R. Currie বলছেন, আগামী কয়েকমাসে স্বর্ণের দাম আউন্সপ্রতি এক হাজার ডলারের নিচে নেমে আসতে পারে। এর আগে গত ১৯ জুলাই বিশ্ববাজারে স্বর্ণের দাম এক দফা কমেছে। সে সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, স্পট মার্কেটে আউন্স প্রতি (১ আউন্স= ২.৪৩০৫ ভরি) ১১৩০.৭০ মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম গত পাঁচ বছরে সর্বনিম্নে রয়েছে এখন।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রত্যাশার তুলনায় চীনের আমদানি কম ও মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়ার কারণে এই দরপতন হয়েছে। স্বর্ণের দাম এ বছর ব্যাপক কমে যেতে পারে বলে আভাস দিয়েছিল মার্কিন সংস্থা কিটকো গোল্ড সার্ভেও। বাংলাদেশে এই সংবাদ প্রথম প্রকাশ করে দেশের প্রথম বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচক। প্রতিষ্ঠানটি তাদের জরিপে দাবি করে, ২০১৫ সালে আউন্সপ্রতি স্বর্ণের দাম ১ হাজার ডলারে নেমে আসতে পারে। এই হিসেবে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়ে যাতে পারে প্রায় ১২ হাজার টাকা। বাংলাদেশে বর্তমানে বাজুস নির্ধারিত স্বর্ণের দাম হচ্ছে- ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৪২ হাজার ৯৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪০ হাজার ৮৮২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩৪ হাজার ২৩৪ টাকা। আর সনাতনী স্বর্ণ প্রতি ভরির দাম ২২ হাজার ৮৬১ টাকা।

বাংলাদেশেরপত্র/এডি/পি

 

Comments
Loading...