হতাশায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের নেকমরদ ওরশ কাঠ মেলা
রাণীশংকৈল সংবাদদাতা
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার কাঠ মেলায় হতাশার ছাপ। হরতাল অবরোধ শীত উপেক্ষা করে দুর দুরান্ত থেকে ৫০ টির বেশী স্টল বসেছে মন কাড়ানো বিভিন্ন ডিজাইনের ফার্নিচার নিয়ে। সুবিধা হয়নি বেচাকেনা। কেউ বা ঘর সাজাতে আবার মেয়ের শ্বশুর বাড়ি আসবাব পত্র পাঠাতে কেনা কাটায় ব্যস্ত হতে পারেনি মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা কাঠ ফার্নিচার ব্যবসায়ীরা এ মেলায় প্রতি বছর আসেন। এ মেলায় কাঠের আসবাব পত্র স্বল্প দামে পাওয়া যায় বলে ক্রেতারা এ মেলায় আসেন বলে জানালেন ভানর গ্রামের রুহুল আমিন, হরিণমারি গ্রামের সাজ্জাদ হোসেনসহ কয়েকজন। বগুড়া থেকে আসা কাঠ ফার্নিচার ব্যবসায়ী আজমল হোসেন ও আমির, নেকমরদের ফারুক হোসেন, অমৃত চন্দ্র বরিয়াসহ দোকানিরা জানান, হরতাল অবরোধের প্রভাব পড়ায় এ মেলায় বেচা কেনা সন্তোষজনক না। লাভের আশায় আসলেও এবার লোকসানের হিসেবে গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। হরতাল অবরোধ না থাকলে আমাদের ব্যবসা আরো অনেক ভাল হতো। আমরা ক্রেতার চাহিদার উপর ভিত্তিতে অল্প দামে আসবাব পত্র বিক্রী করে থাকি। টোল আদায়ের দায়িত্বে থাকা জাকির হোসেন জানান, এ বছর লাভ তো দুরের কথা লোকসানের হিসেব অনেক বড়।