Connecting You with the Truth

হাটহাজারীতে আগুনে পুড়ে গেছে দুইটি দোকান

চট্টগ্রাম প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া এলাকায় দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশান্তর বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর বুধবার ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকান দু‘টির মধ্যে একটি মো. লোকমানের মালিকানাধীন মুদি, অপরটি মো. আবদুল হামিদের মালিকানাধীন চায়ের দোকান। বিশ্বান্তর বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।

Comments