Connecting You with the Truth

হাতীবান্ধায় ভ্রাম্যমান আদালতে ৭ জুয়ারুর সাজা

Hatibandha Mobil Cort News-04-01-16.pic-1

হাতীবান্ধা সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধায় জুয়া খেলার অপরাধে ৭ জুয়ারুকে সাত দিন করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মাহবুবুর রহমান জুয়ারুদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের কামাল হোসেন(৩২), ফজলু (৪২), আজিজুল(৪২), ফজল মিয়া(৪২), আতিয়ার রহমান(৩২), শহিদুল(৪৫) ও মনিরুজ্জামান (৪০)। হাতীবান্ধা থানার এসআই আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন পারুলিয়ার জুয়ার আসরে অভিযান চালিয়ে আটককৃত ৭ জুয়ারুকে হাতে নাতে আটক করে। আটককৃতদের সোমবার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে, আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান প্রত্যেককে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। তিনি আরোও জানান, সোমবার বিকালে তাদেরকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments
Loading...