Connecting You with the Truth

হারাগাছে দুস্থদের মাঝে ত্রান বিতরন করল হেনা টাইলস এন্ড ফ্যাক্টরী

মেহেদী হাসান সুমন, রংপুর:

রংপুরের হারাগাছে আজ শনিবার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সকলের সচেতনতা বাড়াতে  হারাগাছ হেনা টাইলস এন্ড ফ্যাক্টরী এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান আল কবির (সুমন) ও পরিচালক হাসিবুজ্জামান আল কবির (সৌরভ) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রংপুরের হারাগাছ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ড এলাকায় নিজ উদ্যোগে অসহায় ও দুস্থ ৩০০শ পরিবারে মাঝে খাবার ও নগদ টাকা পৌছে দেন । প্রতি সপ্তাহে ২০ বস্তা করে চাল, ডল ,আলু ও সাবান অসহায় পরিবারের ঘরে পৌছে দিচ্ছেন । জানা যায়, দেশের এমন ক্রান্তিকালে কিছু মানুষ সাময়িক কর্মহীন হয়ে পড়েছে এমন ৩০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আটা ও পিয়াজ দিয়ে সহায়তা প্রদান করেছেন। নিজেই থেকে এই সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন। সুরুজ বিড়ির পরিচালক আলহ্জ্ব আব্দুল হালিম সুরুজ  বলেন, করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজ করতে পারছেন না। তাই সুরুজ বিড়ির পরিবারের উদ্যোগে যতটুকু সম্ভব পাশে দাঁড়িয়েছি ও যতদিন সম্ভম দুস্থ ও কর্মহীন লোকদের এভাবেই সহযোগিতা করব ইনসা আল্লাহ্

Comments
Loading...