Connecting You with the Truth

হোসেনপুর যুব প্রশিক্ষণ কোর্সে উদ্বোধন

Hossainpur pic 51-3

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে যুব উন্নায়ন অধিদপ্তরের উদ্যোগে ‘‘ প্রশিৎক্ষিত যুব শক্তি উন্নায়নের দৃঢ ভিত্তি’’ এই শেস্নাগানকে সামনে রেখে কর্মসংস্থান ও আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপজেলা পর্যায়ে প্রশিক্ষন কার্যক্রম জোরদার করন শীর্ষক প্রকল্পের আওতায় অপ্রাতিষ্টানিক প্রশিÿন কোর্সে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রয়ারী ) সকালে উপজেলার পরিষদ হলরম্নমে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আয়ুব আলী, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরম্নল আমিন পাভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সারোয়ার। বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নায়ন অফিসার আবুল কাশেম, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতান, একাডেমিক সুপার ভাইজার মোঃ বদরম্নজ্জামান, প্রশিক্ষক নাজমুল নাহার কাদির প্রমূখ। উক্ত প্রশিক্ষণে ২১ দিন ব্যাপী ৮০ মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে।

Comments
Loading...