১৩ ঘুমন্ত উদ্বাস্তুকে চাপা দিল গাড়ি!
১৩ জন উদ্বাস্তু লোক ঘুমুচ্ছিলেন দিল্লির উন্মুক্ত রাস্তার ডিভাইডারে। এই ১৩ জনের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দিলেন এক চালক। এতে একজনের মৃত্যুও হয়েছে। হাসপাতালে কাতরাচ্ছে বাকি ১২ জন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘মাহিন্দা ঝাইলো’ ব্র্যান্ডের ওই প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। তার গাড়িটিও জব্ধ করা হয়েছে।