Connecting You with the Truth

অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্বস্ব হারালেন ৬ গরুব্যাপারী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্বস্ব হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ গরুর বেপারী। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া রুটের যাত্রাবাড়ী থেকে মাওয়াগামী গুনগুন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ওঠার পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা এ ঘটনা ঘটায়। গরু বেপারীরা হলেন, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সদর এলাকার মহসীন বেপারী (৪৫), কুমিল্লার দাউদকান্দি উপজেলার সাতামী গ্রামের মো: হোসেন (৪০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি গ্রামের মাহবুব আলম সরকার (৪৫) ও শাহজালাল (৫০), শরীয়তপুরের দু’জন বেপারী। জানা গেছে, গরু কেনার জন্য মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দি থেকে ফরিদপুরের তেতাখোলার উদ্দেশ্যে একসাথে রওনা হয় ওই ৬ জন গরুব্যাপারী। এ সময় তারা যাত্রাবাড়ী থেকে মাওয়াগামী গুনগুন পরিবহনের একটি বাসে ওঠলে মাওয়া ঘাটে এসে অচেতন হয়ে পড়েন। পথিমধ্যে যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তরা তাদের নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে স্বর্বস্ব লুটে নেয়। একপর্যায়ে খবর পেয়ে পরিবারের লোকজন মাওয়া ঘাট এলাকা থেকে অচেতন অবস্থায় ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দু’জনকে শরীয়তপুরের দিকে নিয়ে যায়। তবে তাদের কাছে কি পরিমাণ টাকা ছিল তা সঠিকভাবে জানাতে পারেনি গরু বেপারীদের স্বজনেরা।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানান, যাত্রাবাড়ী এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা ঘটনা ঘটানোর পর গরুর ব্যবসায়ী ৬ জন অজ্ঞান অবস্থায় মাওয়া ঘাটে এসে পড়ে। পরে তাদের আত্মীয় স্বজনেরা হাসপাতালে চিকিৎসার জন্য তাদের নিয়ে গেছে।

Comments
Loading...