বিনোদন
অন্তঃসত্ত্বা হলেও অভিনয় চালিয়ে যাবেন রানী
বিনোদন ডেস্ক:
মা হলেই যে ক্যারিয়ার বিসর্জন দিতে হবে এমন ধারণা পাল্টাতে শুরু করেছে। বলিউডের মতো প্রতিযোগিতাপূর্ণ জায়গায় বিয়েই যেখানে একটি নায়িকার ক্যারিয়ারে সমাপ্তি টানতে সাহায্য করে সেখানে মা হবার ব্যাপারটি যে কতটুকু প্রভাব ফেলতে পারে তা আমদের অজানা নয়। তবে এর ব্যাতিক্রমও কিন্তু ঘটে, যেমন ধরুন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে জুহি চাওলা এবং শ্রীদেবি প্রত্যেকেই মা হবার পরেও যেন সমান জনপ্রিয়। আর তাই অন্তঃসত্ত্বা হলেও অভিনয় চালিয়ে যাবেন বাঙালি বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। এ বিষয়ে তার স্বামী প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ারও সর্বাÍক সহযোগিতা থাকবে। বিয়ের পর রুপালি পর্দার অধিকাংশ তারকারা হারিয়ে যান। সংসার সামলানো, সন্তান লালন-পালন করা ইত্যাদি নিয়েই তাদের ব্যস্ত থাকতে হয়। তবে রানী মুখার্জি এসব তোয়াক্কা করবেন না বলে জানিয়েছেন। তিনি মনে করেন বিয়ে তার অভিনয় ক্যারিয়ারের কোনো রকম বাধা নয়। শুধু তাই নয়, আদি (আদিত্য চোপড়া) খুবই সহযোগিতা পরায়ণ একজন মানুষ। তিনি চান রানী অভিনয় করুক। তাই সন্তান ধারণের পরও চলচ্চিত্রে নিয়মিত কাজ করার কথা জানিয়েছেন রানী। শুধু তাই নয়; চরিত্রের প্রয়োজনে কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতেও তার কোনো আপত্তি থাকবে না। এ প্রসঙ্গে ৩৬ বছর বয়সী রানী বলেন, ‘আদি নিজেও একজন চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা। তার মন-মানসিকতা অনেক আধুনিক। তাই আমি মনে করি, আমার কোনো সিদ্ধান্তে সে হস্তক্ষেপ করবে না। আর আমি অভিনয়েক অনেক ভালোবাসি। সেই কারণেই মা হওয়ার পরও চলচ্চিত্র জগতে আমার যাত্রা অব্যাহত থাকবে।’ সূত্রটি আরো জানিয়েছে, রানী অন্তঃসত্ত্বা কিংবা মা হওয়ার পর কি করবেন বা না করবেন তা নিয়ে খোলামেলা কথা বলায় কেউ কেউ বলছেন, তবে কি মা হতে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন রানী। এর আগেও রানীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। এবার সেই গুঞ্জন সত্য হয় কিনা সেটাই দেখার বিষয়। বর্তমানে রানী ‘মারদানী’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস