Connecting You with the Truth

অন্তঃসত্ত্বা হলেও অভিনয় চালিয়ে যাবেন রানী

b-3

বিনোদন ডেস্ক:
মা হলেই যে ক্যারিয়ার বিসর্জন দিতে হবে এমন ধারণা পাল্টাতে শুরু করেছে। বলিউডের মতো প্রতিযোগিতাপূর্ণ জায়গায় বিয়েই যেখানে একটি নায়িকার ক্যারিয়ারে সমাপ্তি টানতে সাহায্য করে সেখানে মা হবার ব্যাপারটি যে কতটুকু প্রভাব ফেলতে পারে তা আমদের অজানা নয়। তবে এর ব্যাতিক্রমও কিন্তু ঘটে, যেমন ধরুন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে জুহি চাওলা এবং শ্রীদেবি প্রত্যেকেই মা হবার পরেও যেন সমান জনপ্রিয়। আর তাই অন্তঃসত্ত্বা হলেও অভিনয় চালিয়ে যাবেন বাঙালি বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। এ বিষয়ে তার স্বামী প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ারও সর্বাÍক সহযোগিতা থাকবে। বিয়ের পর রুপালি পর্দার অধিকাংশ তারকারা হারিয়ে যান। সংসার সামলানো, সন্তান লালন-পালন করা ইত্যাদি নিয়েই তাদের ব্যস্ত থাকতে হয়। তবে রানী মুখার্জি এসব তোয়াক্কা করবেন না বলে জানিয়েছেন। তিনি মনে করেন বিয়ে তার অভিনয় ক্যারিয়ারের কোনো রকম বাধা নয়। শুধু তাই নয়, আদি (আদিত্য চোপড়া) খুবই সহযোগিতা পরায়ণ একজন মানুষ। তিনি চান রানী অভিনয় করুক। তাই সন্তান ধারণের পরও চলচ্চিত্রে নিয়মিত কাজ করার কথা জানিয়েছেন রানী। শুধু তাই নয়; চরিত্রের প্রয়োজনে কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতেও তার কোনো আপত্তি থাকবে না। এ প্রসঙ্গে ৩৬ বছর বয়সী রানী বলেন, ‘আদি নিজেও একজন চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা। তার মন-মানসিকতা অনেক আধুনিক। তাই আমি মনে করি, আমার কোনো সিদ্ধান্তে সে হস্তক্ষেপ করবে না। আর আমি অভিনয়েক অনেক ভালোবাসি। সেই কারণেই মা হওয়ার পরও চলচ্চিত্র জগতে আমার যাত্রা অব্যাহত থাকবে।’ সূত্রটি আরো জানিয়েছে, রানী অন্তঃসত্ত্বা কিংবা মা হওয়ার পর কি করবেন বা না করবেন তা নিয়ে খোলামেলা কথা বলায় কেউ কেউ বলছেন, তবে কি মা হতে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন রানী। এর আগেও রানীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। এবার সেই গুঞ্জন সত্য হয় কিনা সেটাই দেখার বিষয়। বর্তমানে রানী ‘মারদানী’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন।



Comments
Loading...