Connecting You with the Truth

লালমনিরহাটে অপরাধ দমনে হাতীবান্ধা ওসি’র সাফল্য

Hatibandha OC  News 08জাহঙ্গীর আলম রিকো , হাতীবান্ধা সংবাদদাতা: অপরাধ দমনে লালমনিরহাটের হাতীবান্ধা ওসি আব্দুল মতিন প্রধান অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। তার এ সাফল্য অপরাধ দমনে জেলার মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। আঃ মতিন প্রধান বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ এবং পুলিশ জনগনের বন্ধু এই নীতি ও আদর্শ দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুসরন করতেন। এছাড়াও তিনি ২০১৫ সালে হাতীবান্ধা থানার এসআই, এএসআই ও সিপাহীদের সমন্বয়ে অভিযান পরিচালন করেন এবং এতে সাফল্যও আসে। ২০১৫ সালে বিভিন্নভাবে অভিযান চালিয়ে ৭০ মামলায় ১৩শত ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ শত ৯৩ কেজি গাঁজা, ২৬ বোতল ভারতীয় মদ, ৩ শত ২১ পিচ ইয়াবা, ৪৫ পুড়িয়া হিরোয়িন, ১২ লিটার দেশীয় মদ উদ্ধার করে মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখার চেষ্টা চালান। এছাড়াও নিয়মিত মামলায় মোট গ্রেফতার করা হয় ২৬৯ জন, ৫৪ ধারা মতে ১২ জন, কাঃবিঃ আইনের ১৫১ ধারামতে ৪৩ জন, গ্রেফতারি পরোয়ারা মূলে ৫৬৫ জন এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ২৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে বাল্য বিয়েমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৫টি বাল্যবিয়ে বন্ধে পুলিশি অভিযান চালিয়ে সহযোগিতা করা হয়। তিনি আরও বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন এই শ্লোগানকে লালন ও ধারন করে ২০১৫ সালের ন্যায় ২০১৬ সালেও কার্যকর ভূমিকা পালন করবেন।

Comments
Loading...