Connecting You with the Truth

কাউনিয়ায় এসোড’র সুশীল সমাজের ত্রৈ-বার্ষিক সভা অনুষ্ঠিত

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার প্রান্তিক জনগনের অধিকার নিশ্চিত করণের মাধ্যেমে জীবন যাত্রার মান উন্নয়ন সুশীল সমাজ কমিটির ত্রৈ-মাসিক সভা এসোড ইউনিয়ন সভাপতি মো. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় এসোড কাউনিয়া কার্যালয়ে এ্যাস্সিট্যান্স ফর সোস্যাল অর্গানাইজেশন এন্ড ডেভেলপমেন্ট (এসোড) কাউনিয়া রংপুর এর বাস্তবায়নে ও সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন প্রান্তিক জনগনের অধিকার নিশ্চিত করণের মাধ্যেমে সুশীল সমাজের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইউনিয়ন এসোড মো. আকব্বর আলী, ইউনিয়ন এসোড সদস্য মো. আলাউদ্দিন, মো. শহিদুল ইসলাম, ডা. মাহফুজার রহমান বসুনিয়া, মুক্তিযোদ্ধা মো. ইউছুব আলী, সাংবাদিক নিতাই রায়, জহির রায়হান, জুলহাস হোসেন (সোহাগ), এসোড ইউ ও মুকছুদা শাহানা, সাহের বানু সাথী,প্রমূখ।
সভায় কাউনিয়া উপজেলায় সেলাই প্রশিক্ষণ সদস্য সংযোগ বাল্যবিবাহ ভুমি হীনদের মাঝে খাস জমি বন্দবস্ত দেয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা সহ সকলের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন অর্গানাইজেশন এসোড মোছা. ফারজানা রুনা।

Comments
Loading...