Connecting You with the Truth

অভিবাসীবাহী পরিত্যক্ত জাহাজ ইজাদীন ইতালিতে

21আন্তর্জাতিক ডেস্ক:

ইতালির উপকূলের অদূরে ভূমধ্যসাগরে ৩৬০ জন অভিবাসীসহ সন্দেহভাজন মানব পাচারকারীদের পরিত্যক্ত জাহাজ ইজাদীনকে ইতালীয় বন্দর কোরিগলিয়ানো কালাব্রো’তে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার ইতালীয় কোস্টগার্ডের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ইজাদীনের ক্রু’রা ৩৬০ জন যাত্রীসহ জাহাজটিকে ইতালির দক্ষিণপূর্ব উপকূলের অদূরে ভূমধ্যসাগরে ফেলে রেখে পালিয়ে যায়। সিয়েরা লিওনের পতাকাবাহি জাহাজটি এক পর্যায়ে বিদ্যুৎহীন অবস্থায় উত্তাল সাগরে ভাসতে থাকে। ভাসমান জাহাজটি গভীর সাগরের দিকে ভেসে যেতে থাকলে জাহাজের এক যাত্রী বিপদের বার্তা পাঠায়। ওই বার্তা পেয়ে উদ্ধারকারীরা জাহাজটিতে যেয়ে হাজির হয়। গত সপ্তাহের প্রথমদিকে ক্রুবিহীন অবস্থায় পাওয়া আরেকটি জাহাজ থেকে ৭৯৬ জন অভিবাসীকে উদ্ধার করেছিল ইতালীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার একটু আগে ইজাদীন ইতালীয় বন্দরে পৌঁছায় বলে ইতালীয় কোস্টগার্ডের ট্যুইট থেকে জানা গেছে। জাহাজে থাকা সকল অভিবাসী সিরীয় বলে কালাব্রো বন্দর থেকে ইতালীয় কোস্টগার্ডের কমান্ডার ফ্রান্সেসকো পেরোত্তি বিবিসিকে জানিয়েছেন। তিনদিনের কঠিন অভিজ্ঞতার পরও অভিবাসীদের শারীরিক অবস্থা তুলনামূলকভাবে ভালো আছে এবং তাদের বাস যোগে ইতালির বিভিন্ন স্থানে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Comments
Loading...