Connecting You with the Truth

অল্পের জন্য বাঁচলেন অক্ষয়

download (1)অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন অক্ষয় কুমার। ‘সিং ইজ ব্লিং’-এর সেটে একটি গানের শুটিংয়ের সময়ে তার গোড়ালিতে আগুন ধরে যায়। তবে পায়ে জুতো থাকায় বড় কোনও ক্ষতি হয়নি।

টুইটারে অক্ষয় এই ঘটনাকে ‘ফ্রিক অ্যাক্সিডেন্ট’ তকমা দিয়েছেন। দুর্ঘটনার ভিডিও অক্ষয়ের প্রোডাকশন হাউস গ্রেজিং গোটসের তরফে ইউটিউবে পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, একটি আগুনের রিং টপকে অক্ষয় নিরাপদেই বেরিয়ে এসেছেন। কিন্তু একেবারে শেষ মুহূর্তে তার পায়ে আগুন লেগে যায়।

আগামী ২ অক্টোবর ‘সিং ইজ ব্লিং’ মুক্তি পাবে। ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে অ্যামি জ্যাকসনকে। ছবির পরিচালক প্রভু দেবা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.