Connecting You with the Truth

অসমাপ্ত প্রেমের গল্প

02_Mosharof-Shabaবিনোদন ডেস্ক:
মানিক [মোশাররফ করিম] বউকে খুব ভালোবাসে। মানিক যে অফিসে চাকরি করে, সেই অফিসের স্টাফরা তার এত ভালোবাসার কারণ জানতে রূপা ভাবি [নওশাবা] কে দেখতে অস্থির হয়ে ওঠে, কিন্তু মানিক কোনও ভাবেই তার বউকে দেখাতে রাজি হয় না। অনেক অপেক্ষার পর মানিকের ম্যারেজডে আসে, সবাই মানিকের ম্যারেজ ডে উপলক্ষে দাওয়াত চাইতে থাকে, কিন্তু মানিক নানান ছলচাতুরি করে অফিসের সবাইকে ফাঁকি দিয়ে বাসায় চলে যায়। একসময় অফিস কলিগরা কৌতূহল বশত মানিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। রূপা ভাবিকে দেখতে গিয়ে উদ্ভট সব ঘটনা ঘটতে থাকে। মোশাররফ করিম বলেন, আসাদ নতুন হলেও অনেক ভালো করেছে, দর্শকদের ভিন্ন স্বাদের গল্প উপহার দিতে যাচ্ছে। টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে আসাদ রহমানের রচনা ও পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘অসমাপ্ত প্রেমের গল্প’। নির্মাতা আসাদ রহমান বলেন, টেলিফিল্ম ‘অসমাপ্ত প্রেমের গল্প’ আমার প্রথম কাজ। কাজটি করতে গিয়ে বারবার শুধু দর্শকের কথাই ভেবেছি। দর্শকরা ইদানীং যা দেখছে তার থেকে আমি ব্যতিক্রমধর্মী কিছু দেখাতে চেয়েছি। আশা করছি দর্শক ভিন্ন এক ধরনের স্বাদ পাবেন। এতে অভিনয় করেছেন, মোশাররফ করিম, নওশাবা, তারিক স্বপন, রোবেনা রেজা জুঁই, শামীমা নাজনীন, শফিক মুক্তা, আল আমিন সবুজ, ফরহাদ বাবু প্রমুখ।

Comments
Loading...