Connecting You with the Truth

অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা

Apollo-Hospitals-Dhaka75020150703222816

নিজস্ব প্রতিনিধি : ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বলেন, “অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়েছে। ফার্মেসিটি অ্যাপোলো হাসপাতালের অধীনে পরিচালিত হয়।”

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘণ্টা অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফার্মেসি থেকে আট থেকে দশ লাখ টাকার মূল্যের বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ জানান।

“সংশ্লিষ্ট কোনো বিভাগ থেকে অনুমোদন না নিয়েই এসব ওষুধ রাখা হয়েছিল,” বলেন তিনি।  র‌্যাব-১ এর একটি দলের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...