Connecting You with the Truth

আইফোন ৬’র পূর্ণাঙ্গ ছবি প্রকাশ!

url
অন্যান্য ডেস্ক:
রাশিয়ান ওয়েবসাইট রোজটেকড-এ আইফোনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যা অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬’র বলে ওয়েবসাইটে বলা হয়েছে। ছবিতে হ্যান্ডসেটটির ফ্রন্ট, ব্যাকসহ বিভিন্ন পাশ থেকে দেখতে কেমন হবে তা তুলে ধরা হয়েছে। এছাড়া, ৯টু৫ম্যাক আইফোন-৬’র একটি ভিডিও প্রকাশ করেছে। এতে আইফোন-৫এস ও আইফোন-৬ এর মধ্যে কী কী পার্থক্য রয়েছে তা তুলে ধরা হয়েছে। আইফোন-৬ গোলাকৃতির হবে বিষয়টি আগেই জানিয়েছিল অ্যাপল। প্রকাশিত ছবিতে বিষয়টি আরও ¯পষ্ট হয়ে উঠেছে। হ্যান্ডসেটটি আইফোন-৫এস’র চেয়ে বেশ খানিকটা পাতলা। ছবিতে আইফোন-৫এস’র চেয়ে আইফোন-৬ কিছুটা লম্বাকৃতির দেখা যায়। এর আগে ফেল্ডভক.কম এর লোগো সংবলিত আইফোন-৬’র বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়। তবে প্রকাশিত নতুন ছবিগুলো আরও ¯পষ্ট। আগামী ৯ সেপ্টেম্বর আইফোন-৬ বাজারে আসবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ৬৪-বিট এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮। এছাড়া আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইফোন-৬। ২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।

Comments
Loading...