Connecting You with the Truth

আটোয়ারীতে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

আটোয়ারী, পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের অটোয়ারীতে চার বোতল ফেনসিডিলসহ মজিবর রহমান ওরফে ফোকে (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া গ্রামের মৃত আজিবদ্দীনের ছেলে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের গুঞ্জরমারী বাজার থেকে ফেনসিডিল বিক্রির সময় পঞ্চগড় ডিবি পুলিশের একটি দল মজিবরকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বাইসাইকেলও জব্দ করে ডিবি পুলিশ। ওই দিন রাতে মজিবরের বিরুদ্ধে আটোয়ারী থানায় মামলা দায়ের করে গতকাল বুধবার সকালে মজিবরকে জেলহাজতে পাঠানো হয়। ডিবি সূত্রে জানা গেছে, মজিবর আটোয়ারীর মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের কাছ থেকে ফেনসিডিল ক্রয় করে গোপনে দীর্ঘদিন থেকে এই ব্যবসা পরিচালনা করে আসছে। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো. মোজাফফর হোসেন ফেনসিডিলসহ মজিবরকে আটকের বিষয়টি নিশ্চিৎ করেন।

Comments
Loading...