আন্তর্জাতিক

আত্মহত্যার চেষ্টারত তরুণকে উদ্ধারে এসে সেলফি

Published

on

ব্রিজের ওপর থেকে আত্মহত্যার চেষ্টারত এক তরুণকে উদ্ধারে এসে সেলফি তুলতে মগ্ন হয়ে গেলেন পুলিশ কর্মকর্তা! ব্যস, এই সুযোগে প্রায় ৬০০ ফুট উচ্চতার ব্রিজ থেকে লাফিয়ে আত্মঘাতী হয়েই গেলেন তরুণ!

তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে ঘটেছে মর্মান্তিক ও তুমুল ‍সমালোচিত এই ঘটনা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, আত্মহত্যার জন্য এক তরুণ ব্রিজের রেলিং টপকে ওপারে যেয়ে তোড়জোড় শুরু করেছে-এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশের একটি অভিজ্ঞ দল। এসেই ওই তরুণকে বুঝিয়ে-সুঝিয়ে রেলিং পার হয়ে সড়কে এসে দাঁড়ানোর অনুরোধ জানাতে থাকে। 

এরই মধ্যে অবাক কাণ্ড ঘটিয়ে বসেন এক পুলিশ সদস্য। পকেট থেকে নিজের স্মার্টফোনটি বের করে উদ্ধার তৎপরতাস্থলের সেলফি তুলতে থাকেন। তার এই অমানবিক আচরণে অন্য পুলিশ সদস্যরা হকচকিয়ে যান। 

ব্যস, উদ্ধারকারীদের এই অমনোযোগের সুযোগ নিয়ে ব্রিজ থেকে আত্মঘাতী ঝাঁপ দেন ওই তরুণ। 

আত্মঘাতী তরুণ ব্রিজের রেলিংয়ের যেখানটায় দাঁড়িয়ে ছিলেন তার মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে এমন কাণ্ড ঘটান ওই পুলিশ কর্মকর্তা। 

এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ওই পুলিশ সদস্য। 

সংবাদ মাধ্যমগুলো জানায়, আত্মঘাতী ৩৫ বছর বয়সী ওই তরুণ রাজধানীরই বাসিন্দা সাদরেত্তিন সাসকিন। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে তিনি এ কঠিন সিদ্ধান্ত নেন।

আঙ্কারা পুলিশের মুখপাত্র মাকসুদ কালিক জানান, তৃতীয় বারের মতো আত্মহত্যা চেষ্টায় ‘শেষ পরিণতি’ ভোগ করেন সাসকিন।

পুলিশ সদস্যের এই আচরণকে ‘মর্মান্তিক ও নিতান্তই দায়িত্ববোধহীন কাণ্ড’ বলে ক্ষোভ প্রকাশ করে চলেছেন সমাজকর্মীরা।

তবে, ওই দায়িত্বে চরম অবহেলার জন্য ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান মাকসুদ কালিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version