Connecting You with the Truth

আবারও গিবসন

স্পোর্টস ডেস্ক:s-9
আগামী মাসে ক্যারিবিয় সফরে বোলিং কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ গিবসনকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। ২০১০ সালে গিবসনকে সরিয়ে ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার ডেভিড সাকের। এরপর দক্ষতার সাথেই সেই দায়িত্ব পালন করছিলেন তিনি। চলতি বিশ্বকাপেও বোলিং কোচের দায়িত্ব পালন করেন সাকের। কিন্তু এখন আর ইংলিশদের বোলিং কোচের দায়িত্ব পালন করতে চাইছেন না তিনি। কারণ অস্ট্রেলিয়ান টুয়েন্টি টুয়েন্টি বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন সাকের। তাই সাকের পরিবর্তে আবারো ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন গিবসন। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন গিবসন। এরপর ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। এন্টিগায় আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২১ এপ্রিল গ্রেনাডায় দ্বিতীয় ও ১ মে বার্বাডোজে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।

Comments
Loading...