Connecting You with the Truth

আবারও মেসি বর্ষসেরা ফুটবলার

image_261743.mesi8

আবারও লিওনেল মেসির রাজত্ব ফিরে আসছে ফুটবলে। উয়েফা বর্ষসেরা হওয়াই যেন তারই ঘোষণা। আজ মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের ট্রফি।
সেরা তিনে দুজনই ছিলেন বার্সেলোনার। তবে লড়াইটা হয়েছে রিয়াল মাদ্রিদ বনাম বার্সা। আজ দর্শক আসনে পর পর তিন সারিতে বসেছিলেন সংক্ষিপ্ত তালিকার তিনজন। সবার সামনে লুইস সুয়ারেজ। মাঝখানে ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পেছনে মেসি। মাঝখানের জায়গাটি ঠিকই থাকল। পেছন থেকে উঠে এসে সেরা ফুটবলারের পুরস্কার মেসিই তুললেন। সুয়ারেজ হয়েছেন তৃতীয়।
২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি। ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা একীভূত হওয়ায় সেই বছরই প্রথম চালু করা হয় উয়েফা বর্ষসেরার নতুন পুরস্কার। এর পর আন্দ্রেস ইনিয়েস্তা, ফ্রাঙ্ক রিবেরির পর গতবার এই পুরস্কার জিতেছেন রোনালদো। উয়েফার সদস্য ৫৪ দেশের একজন করে সাংবাদিক আজ সরাসরি এই ভোটাভুটিতে অংশ নেন। পুরস্কার হাতে নিয়ে মেসি অবশ্য চেনা কথাই বলেন, ‘এই পুরস্কার আমার দলের জন্য। দল না থাকলে আমি এই পুরস্কার জিততে পারতাম না।’ বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...