Connecting You with the Truth

আবারো নেদারল্যান্ডসের হার

s-10
স্পোর্টস ডেস্ক:
শেষ মিনিটের হওয়া একটি গোলে নেদারল্যান্ডসকে হারিয়েছে চেক রিপাবলিক। জেনেরালি এরিনায় ইউরো ২০১৬’র বাছাইপর্বের খেলায় ২-১ গোলের ব্যবধানে হেরেছে ডাচরা। এর আগে ইতালির বিপক্ষে ডাচরা হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। নেদারল্যান্ডসের কোচ গুস হিড্ডিঙ্ক তার শিষ্যদের ম্যাচের শুরু থেকেই ৫-৩-২ ফরম্যাটে খেলাতে থাকেন। ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিতে তারকা খেলোয়াড়দের মধ্যে মাঠে নেমেছিলেন ভ্যান পার্সি, ডি ভ্রিজ, øেইডার, ডি জংরা। ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে যায় চেক রিপাবলিক। ম্যাচের ২১ মিনিটে তারা লিডে নেয় ২১ মিনিটে। গোল করেন বোরেক ডোকাল। লাফাতার কাছ থেকে ডাচদের পেনাল্টি এরিয়ায় বল পেয়ে গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা। ম্যাচের ৫৫ মিনিটে সমতায় ফেরে হিড্ডিঙ্ক এর শিষ্যরা। সমতাসূচক গোলটি করেন ডি ভ্রিজ। ডালে ব্লাইন্ডের কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক হেডে গোল করেন ভ্রিজ। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিট অতিরিক্ত সময় দেন ম্যাচের দায়িত্বে থাকা রেফারি জি রোচি। এর প্রথম মিনিট পেরুতে না পেরুতেই চেক রিপাবলিকের ভ্যাকলাভ পিলার দলকে জয়সূচক গোল উপহার দেন। পিলারের পাওয়া গোলটি অনেকটা ডাচদের রক্ষনভাগের ভুলে হয়েছে। ডাচ ফুটবলার জানমাট প্রতিপক্ষের একটি ক্রস রুখতে গিয়ে হেড করে নিজেদের গোলরক্ষককে বল দেন। কিন্তু তার দেওয়া বলটি গোলরক্ষক সিলেসিন ধরতে না পারলে তা গোলবারে লেগে ফিরে আসে। আর ফিরতি বল ডাচদের জালে জড়াতে ভুল করেন নি পিলার। দিনের অন্য ম্যাচ গুলোতে জয় পেয়েছে ইতালি। জাজা এবং বনুচ্চির গোলে ২-০ ব্যবধানে তারা হারায় নরওয়েকে। এদিকে অ্যানডোরাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলের ওয়েলস। এছাড়া তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে সাইপ্রাস। আর বেলারুশ ১-১ গোলে ড্র করেছে লুমেক্সবার্গের সঙ্গে।



Comments
Loading...