Connect with us

জাতীয়

জলবায়ু সম্মেলনে ৫ দাবি উত্থাপনের সুপারিশ

Published

on

স্টাফ রিপোর্টার:
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য আসন্ন জলবায়ু সম্মেলনে ৫টি সুনির্দিষ্ট দাবি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছে নাগরিক সমাজ। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করেন বক্তারা। বক্তারা বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০০৯ সালের কপ-১৫ এর মতো এবারের সম্মেলনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন। কিন্তু আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখবেন তার মূল বিষয়বস্তু কী এবং তাতে এদেশের মানুষের চাহিদার প্রতিফলন ঘটবে কি না তা কেউ অবগত নন। তাই নাগরিক সমাজ ওই সম্মেলনে ৫টি দাবি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে সুপারিশ করছে। সংবাদ সম্মেলনে দাবিগুলোর একটি লিখিত সুপারিশ উপস্থাপন করা হয়। এটা পাঠ করেন উন্নয়ন সংগঠন ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্র“প বাংলাদেশ (ইক্যুইটি বিডি) এর কো-অর্ডিনেটর আমিনুল হক।
তিনি বলেন, আসন্ন জলবায়ু সম্মেলনে ৫টি দাবি উত্থাপনের সুপারিশ করছি। আশা করি প্রধানমন্ত্রী ন্যায়সঙ্গত দাবিগুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন। দাবিগুলো হলো- গ্রিনহাউস গ্যাস নির্গমনে ধনী দেশগুলোকে ঐতিহাসিক দায় স্বীকারের পাশাপাশি তা হ্রাসের বাস্তব প্রতিশ্র“তি দিতে হবে, গ্যাস হ্রাস করার ক্ষেত্রে ধনী দেশগুলোকে আইনী বাধ্যবাধকতার কাঠামোর মধ্যে আনতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থদের ও স্থানান্তরিত জনগোষ্ঠীকে আন্তর্জাতিক প্রোটোকলের আওতায় আনতে হবে, সবুজ জলবায়ু তহবিলের ৫০ শতাংশ অভিযোজন কর্মসূচির জন্য বরাদ্দ এবং তাতে স্বল্পোন্নত দেশের সহজ প্রবেশাধিকার দিতে হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট ক্ষয়ক্ষতি পূরনের জন্য অভিযোজন কর্মসূচির বাইরে অতিরিক্ত অর্থও প্রদান করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উন্নয়ন কর্মী ড. আব্দুল মতিন, রেজাউল করিম, মোস্তফা কামাল আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *