Connecting You with the Truth

আরব আমিরাতের ২৭৯ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড

206883 স্পোর্টসডেস্ক: শাইমান আনোয়ারের দুর্দান্ত সেঞ্চুরির পর এখন ব্রিসবেনে ব্যাট করছে আয়ারল্যান্ড। তাদের সামনে ২৭৯ রানের জয়ের টার্গেট। আর এই টার্গেট তাড়া করতে গিয়ে দলের ৪ রানেই তারা হারিয়েছে পল স্টার্লিংয়ের উইকেট। এ রিপোর্ট লেখার সময় ১ উইকেটে ৪০ রান আইরিশদের।

কে ভাবতে পেরেছিল আরবরা এতদুর যাবে! ৭৮ রানে ৪ উইকেট হারানোর পর দ্রুতই অল আউট হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশটি- এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু না, ব্যাটিং গভীরতা দেখাল প্রায় দুই যুগ পর বিশ্বকাপে খেলতে আসা দলটি।

৬ নাম্বারে ব্যাট করতে নেমে ৭৯ বলে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন সাইমান আনোয়ার। ৮৩ বলে আউট হন ১০৬ রানে। ১০টি বাউন্ডারি আর ১টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। সাইমানের সঙ্গে ৪২ রানের ইনিংস খেলেন আমজাদ জাভেদ।

জায়ান্ট কিলার নামে বেশ পরিচিতি ইতিমধ্যে পেয়ে গেছে আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ৩০৪ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল। অথচ সেই দলটিই কি না আজ জায়ান্ট! আরব আমিরাতের সামনে আইরিশদের জায়ান্টই তো বলতে হবে!

যদিও আইরিশদের কাছে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যার্টিং বিপর্যয়ে পড়ে আরব আমিরাত। ১৩১ রানে ৬ষ্ঠ উইকেট পড়ার পর সপ্তম উইকেট জুটিতে ১০৭ রানের জুটি গড়ে তোলেন সাইমান আনোয়ার আর আমজাদ জাভেদ।

ব্রিসবেনেই পরস্পর মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড আর আরব আমিরাত। অথচ এই মাঠেই ২১ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ম্যাচটি। সাইক্লোন মার্সিয়ার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল বলেই ঘোষণা করতে হয়। পয়েন্ট ভাগাভাগি করতে হয় অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে।

সেই ব্রিসবেনেই আজ রৌদ্রোজ্জল আবহাওয়া। আরব আমিরাতকে এই মাঠে কম রানে বেধে রাখার নিমিত্তেই শেষ পর্যন্ত টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিল আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। কিন্তু সেটা আর শেষ পর্যন্ত পারলো না তিনি।

আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করছিল আরব আমিরাত। ১১ ওভারে ৪৯ রানের জুটি গড়ে ফেলে দু’ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত আন্দ্রি বেরেঙ্গার ১৩ রান করে পল স্টার্লিংয়ের বলে ক্যাচ তুলে দেন উইলিয়াম পোর্টারফিল্ডের হাতে।

স্টার্লিংয়ের পরের ওভারেই মাঠে নামা কৃষ্ণ চন্দ্র আউট হন কোন রান না করেই। উইকেটে সেট হওয়া অপর ওপেনার আমজাদ আলি আউট হয়ে যান ৪৫ রানে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন পাঁচ নম্বরে মাঠে নামা স্বপ্নিল পাতিল।

আইরিশদের পক্ষে ২টি করে উইকেট নেন সোরেনসেন, কিউসেক, স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন। ১টি উইকেট নেন ডকরেল।

আরব আমিরাত: আজমাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার, কৃষ্ণ চন্দ্র, খুররম খান, স্বপ্নিল পাতিল, সাইমান আনোয়ার, রোহান মুস্তাফা, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভেদ, মোহাম্মদ তৌকির, মানজুলা গুরুগে।

আয়ারল্যান্ড: পোর্টারফিল্ড, স্টার্লিং, জয়সে, নেইল ও’ব্রায়েন, কেভিন ও’ব্রায়েন, বালবিরনি, উইলসন, জন মুনি, আলেক্স কিউসেক, সোরেনসেন, জর্জ ডকরেল।

Comments
Loading...