আÍবিশ্বাসী ম্যান সিটির হার
স্পোর্টস ডেস্ক:ইংলিশ প্রিমিয়ার লিগে স্ট্রোক সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যা¤িপয়ন ম্যানসিটি। ক্রিস্টাল প্যালেস ড্র করেছে নিউ ক্যাসেলের বিপক্ষে। সেনেগালের স্ট্রাইকার বিরাম দিয়ুফের একমাত্র গোলে ম্যান সিটিকে হারায় স্টোক সিটি। ইতিহাদ স্টেডিয়ামে প্রায় ৪৬ হাজার দর্শকের উপস্থিতিতে দিয়ুফ ঘরের মাঠে লজ্জা দেন ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের। ম্যাচের ৫৮ মিনিটে দিয়ুফের অসাধারণ গোলে এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা না পেলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক সিটি। এদিকে দিনের অপর ম্যাচে ৩-৩ গোলে ড্র হয়েছে নিউক্যাসল ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচটি। ম্যাচের প্রথম মিনিটে ইংলিশ স্ট্রাইকার ডোয়াইট গেইলের গোলে প্রথম লিড নেয় ক্রিস্টাল প্যালেস। এছাড়া তাদের বাকি দুটি গোল করেন পাঞ্চেওন (৪৮ মিনিটে) উইলফ্রেড জাহা (অতিরিক্ত সময়ে)। অন্যদিকে ম্যাচের ৩৭, ৭৩ ও ৮৮ মিনিটে নিউক্যাসেলের হয়ে গোল করেন জানমাট, অ্যারন্স এবং উইলিয়ামসন। এক পর্যায়ে ৩-২ গোলে এগিয়েও গিয়েছিল নিউক্যাসল। তবে ম্যাচের একেবারে শেষ সময়ে ক্রিস্টালের হয়ে খেলা ইংল্যান্ড অনূর্দ্ধ-২১ দলের স্ট্রাইকার জাহা হারের লজ্জা থেকে দলকে বাঁচান।