Connect with us

খেলাধুলা

ওলয়েডকে তার নিজের মতো কাজ করতে দিন : গ্রিনিজ

Published

on

hi-res-6c8aa3c63b7e252306a495e542dc24a6_crop_north
স্পোর্টস ডেস্ক:সদ্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছেন দেশটির লিজেন্ড ক্লাইভ লয়েড। খুব দ্রুত লয়েডের কাছ থেকে বড় কিছু আশা না করে দলের ভালোর জন্য তাকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া উচিত বলে জানালেন দেশটির আরেক লিজেন্ড বাংলাদেশ দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ। তিনি বলেন, মাত্রই দলের দায়িত্ব নিয়েছে লয়েড। দলের ভালোর জন্য তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। খুব দ্রতই দলের উন্নতি ঘটাবেন লয়েড এমন চিন্তা-ভাবনা ভক্তরা না করলেই ভালো। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পান লয়েড। দায়িত্ব পেয়ে ওয়ানডে সিরিজে নিজেকে কোনো কাজে অন্তর্ভুক্ত করতে পারেননি তিনি। কারণ তার দায়িত্ব পাবার আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে কাজ করেছেন টেস্ট দল নিয়ে। গতকাল বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্যই দল ঘোষণা করে লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। টেস্ট দল ঘোষণার আগেই লয়েডের ভবিষ্যত নিয়ে কথা বলেন ক্যারিবীয় দলের সাবেক খেলোয়াড় গ্রিনিজ। একটি সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনিজ বলেন, ‘ম্যানচেষ্টার ইউনাইটেড ফুটবল দলের এখন কি অবস্থা আমরা তা সবাই জানি। ফুটবল ভক্তরা আশা করেছিলো, অ্যালেক্স ফার্গুসনের জায়গাটি নিয়ে নতুন ম্যানেজার দলের চেহারা পাল্টে দেবে। কিন্তু সবার প্রত্যাশা বাস্তবে রুপ নেয়নি। সাফল্য পাওয়ার জন্য নতুন ম্যানেজারের অনেক সময় দরকার। দলের শক্তি বাড়াতে হবে, দলের মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে এবং তার লক্ষ্য কি তা নির্ধারণ করতে হবে। ঠিক একই অবস্থা, ক্লাইভ লয়েডের বেলাতেও। তার উচিত হবে দলের বর্তমান অবস্থাটা ভালোভাবে পর্যবেক্ষণ করা। এরপর সেই মোতাবেক ভবিষ্যতের জন্য নিজের লক্ষ্য নির্ধারণ করা। দলের মধ্যে ভারসাম্য বজায় রেখে দল সাজাতে হবে তাকে।’ দলের ভালোর জন্য লয়েডকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবং দ্রুতই তার কাছ ভালো কিছু আশা করা ভক্তদের উচিত হবে না বলেও মনে করেন গ্রিনিজ, দল সাজানোর প্রধান দায়িত্ব তার। অনেক ভেবে-চিন্তে দল সাজাতে হবে তাকে। তাই লয়েডকে অনেক বেশি স্বাধীনতা দিতে হবে। নিশ্চিন্তে কাজ করতে হবে তাকে। তার কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নতুবা দলের পরিণাম ভালো নাও হতে পারে। এছাড়া মাত্রই দায়িত্ব নিলেন তিনি। এখনই দলকে বড় বড় সাফল্য এনে দিতে পারবেন না তিনি। তাই ভক্তদের প্রত্যাশা কম থাকা উচিত।’ শুধুমাত্র লয়েডকে নিয়েই কথা বলেননি গ্রিনিজ। জাতীয় দলের প্রধান কোচের পদ শূন্য থাকা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান গ্রিনিজ। তিনি বলেন, ‘ভক্তরা অনেকেই আশা করেছিলো, দ্রুতই দলে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। কিন্তু সেটি করা হয়নি। আমার মনে হয় দ্রুত কোচ নিয়োগ দেওয়া সম্ভবও নয়। এজন্য কিছু সময় তো প্রয়োজন রয়েছেই। তবে যিনিই নতুন কোচ হবেন, তার কাজকর্মই হবে নতুন ধারায়। এমনটাই আমার প্রত্যাশা।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *