Connecting You with the Truth

ইউএস ওপেনের ফাইনালে সেরেনা-ওজনিয়াকি

s-14
স্পোর্টস ডেস্ক:
ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি। সেমিফাইনালে সেরেনা একটেরিনা মাকারোভাকে এবং ওজনিয়াকি হারিয়েছেন চোট আক্রান্ত চীনের পেং শুআইকে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতার ফাইনালে ওঠেছেন সাবেক এক নাম্বার ওজনিয়াকি। যদিও পায়ে ব্যথা পাওয়ায় শেষ অবধি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন পেং। তার আগে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই তারকার মধ্যে। প্রথম সেটে ৭-৬ (৭-১) গেমে জয় পেয়েছেন ওজনিয়াকি। পরের সেটে ৪-৩ ব্যবধানে খেলা হওয়ার পরই চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন পেং। আর সঙ্গে সঙ্গে ১০তম বাছাই নিশ্চিত করেন প্রতিযোগিতার ফাইনাল। শিরোপার লড়াইয়ে ওজনিয়াকি মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন মাকারোভাকে।

Comments
Loading...