Connect with us

আন্তর্জাতিক

ইউএস ক্যাপিটলে ‘হামলার ছক ফাঁস’

Published

on

image_114022আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে হামলার পরিকল্পনার অভিযোগে ওহিও রাজ্য থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। ক্রিস্টোফার কর্নেল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ইসলামিক স্টেট’র (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে কর্নেল এসব হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। আইএস’র মতো উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে সমর্থন করে টুইট করার পর কর্নেল এফবিআই কর্মকর্তাদের নজরে পড়েন। বিষয়টি নিয়ে তদন্ত চলাকালীন সাধারণ মানুষের জন্য কখনো কোনো হুমকির পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন সিনসিনাটি’র স্পেশাল এজেন্ট ইন চার্জ জন বোরিস। দীর্ঘদিন ধরে ২০ বছর বয়সী কর্নেলের কার্যকলাপ গোয়েন্দারা অনুসরণ করে আসলেও বুধবার আগ্নেয়াস্ত্র কেনার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। কর্নেল নিজে রাহিল মাহরুস উবায়দাহ ছদ্মনামে একটি টুইটার একাউন্ট পরিচালনা করেন বলে অভিযোগ করা হয়েছে। গোপন সূত্রের বরাতে অগাস্টে বিষয়টি এফবিআই’র নজরে আসে। আদালতের নথিপত্র সূত্রে জানা গেছে, অন্য একটি ঘটনায় ওই সূত্র এফবিআই’কে সহযোগিতা করে আসছিল। ওই গোপনসূত্র দাবি করেছে, কর্নেল তাকে বলেছেন, বিদেশ থেকে আইএস নেতারা তাকে কোনো হামলা চালানোর নির্দেশনা দেননি, তবে তিনি “নিজের আদেশেই জিহাদ পরিচালনা” করতে চেয়েছেন। অভিযোগের নথি অনুযায়ী, অক্টোবরে সূত্রের সঙ্গে এক বৈঠকে কর্নেল জানিয়েছিলেন, তাদের অস্ত্র প্রয়োজন কিন্তু নিজের পরিকল্পনার বিস্তারিত কিছু জানাতে চাননি। দ্বিতীয় বৈঠকে কর্নেল সূত্রকে জানিয়েছিলেন, তারা ওয়াশিংটন গিয়ে ক্যাপিটল ভবনে পাইপ বোমা স্থাপন করবেন ও তারপর সেখানকার কর্মী ও কর্মকর্তাদের গুলি করবেন। ওহিও থেকে দুটি এম-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও ৬০০ রাউন্ড গুলি কেনার পর তাকে গ্রেপ্তার করে এফবিআই’র জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *