Connecting You with the Truth

ইউপি নির্বাচনে সহিংসতা রংপুরে ১২শ’ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

imagesসদর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ পরবর্তী সহিংসতায় লোকমান হোসেন (৫২) ও সবুজ (২৭) নামে দুই ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হওয়ার ঘটনায় ১২শ’ গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার রংপুর কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে পালিচড়া এলাকার অজ্ঞাত ১২শ’ জনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়া এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী  জানান, সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া একরামিয়া ও খান চৌধুরী দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজন হামলা চালায়। এতে ম্যাজিস্ট্রেট মিন্টুদাসসহ চার পুলিশ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।


উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর রোববার রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী, হরিদেবপুর ও চন্দনপাট ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সদ্যপুস্করণী ইউনিয়নের পালিচড়া একরামিয়া ও খান চৌধুরী দাখিল মাদরাসা কেন্দ্রে ভোট গণনা শেষ না করেই পুলিশ ব্যালট বাক্স গাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও এলাকাবাসী বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছুঁড়লে লোকমান হোসেন (৫২) ও সবুজ (২৭) নামে দুই জন নিহত এবং ৩০ জন আহত হন।

Comments
Loading...