Connecting You with the Truth

ইনজুরি কাটিয়ে স্টারিজের ফেরার প্রত্যয়

s-8স্পোর্টস ডেস্ক:
ইনজুরি কাটিয়ে জানুয়ারি মাসেই স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। চলতি মাসে শীতকালীন ট্রান্সফার মার্কেটে ক্লাবের স্ট্রাইকার ইস্যুর সমস্যাও এর মাধ্যমে সমাধান হবে বলেই স্টারিজের বিশ্বাস। ইংল্যান্ডের হয়ে গত আগস্টে খেলতে গিয়ে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন স্টারিজ। তখন থেকেই লিভারপুলের থেকে তিনি বাইরে রয়েছেন। দীর্ঘদিন ধরে তার এই অনুপস্থিতির কারনে মার্সিসাইড দলটিতে একজন স্ট্রাইকারের অভাব দারুনভাবে অনুভূত হচ্ছিল। মৌসুমের শুরু থেকে তাই নিজেদের ধারাবাহিকতাও ধরে রাখতে পারেনি। গ্রীষ্মকালীন ট্রান্সফারে ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লিকে দলে নিলেও প্রিমিয়ার লীগে গোল করতে ব্যর্থ হয়েছেন। এছাড়া দলে আসা আরেক স্ট্রাইকার রিকি ল্যাম্বার্টও দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তবে গতবারের রানার্স-আপদের জন্য স্টারিজের এই ফিরে আসা আদৌ কতটা কাজে দিবে তা সময়ই বলে দিবে। এ সম্পর্কে রজার্স গণমাধ্যমে বলেছেন, জানুয়ারির শুরুতেই সে দেশে ফিরে আসবে এবং এখানেই তার পুনর্বাসন চলবে। আশা করছি হয়তবা জানুয়ারি মাঝামাঝি থেকে শেষ নাগাদ ম্যাচের জন্য সে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। গত মৌসুমের আক্রমনাÍক কৌশলের আদলে এবারও লিভারপুলকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে রজার্স মিডফিল্ডার রাহিম স্টার্লিংকে মেকশিফট সেন্টার ফরোয়ার্ড ভূমিকায় সম্প্রতী খেলানোর চেষ্টা করেছেন। তবে তিনি জানিয়েছেন জানুয়ারিতে খুব বেশী নতুন খেলোয়াড় দলে নেবার ইচ্ছা তার নেই। এ সম্পর্কে তিনি বলেন, আমার প্রথম পছন্দই হচ্ছে নিজের দলের মধ্যে বিকল্প খুঁজে নেয়া। নিজেদের মধ্যে বোঝাপোড়া করে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা শিখেছি। আমি এখনো বিশ্বাস করি আমাদের দলে যথেষ্ঠ ভাল খেলোয়াড় আছে যাদের উপর আস্থা রাখা যায়। তাই আমি মনে করি জানুয়ারিতে আমাদের খুব একটা কাজ নেই। গ্রীষ্মে আমরা অনেক খেলোয়াড় নিয়েছি যাদের নিয়ে আমাদের উন্নতি হয়েছে। সেই খেলোয়াড়রা ইতোমধ্যেই লিভারপুলে নিজেদের মানিয়ে নিয়েছে। এখন ট্রান্সফার মার্কেটে আমাদের খুব বেশী কাজ নেই। দলের কোচ হিসেবে আমার দায়িত্ব হচ্ছে বর্তমানে যে খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে কাজ করা এবং এর মধ্য থেকেই যথাসম্ভব প্রতিভা খুঁজে বের করা।

Comments
Loading...