Connect with us

জাতীয়

পাবনায় পুলিশ-ছাত্রদল-যুবদলের ত্রিমুখী সংঘর্ষ, আটক ৬

Published

on

clash picপাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় পুলিশের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটানা ঘটেছে। এই ঘটনায় পুলিশ পৌর বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ছয়জনকে আটক করেছে। বেড়া থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, গত কাল দুপুর ১২টার দিকে বেড়া বাজারে এ সংঘর্ষ হয়। গ্রেপ্তার ছয়জনের মধ্যে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানও রয়েছেন বলে জানান তিনি। ওসি বলেন, দুপুরে বাজারের একটি মার্কেটের সামনে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা বিভিন্ন ধরনের পোস্টার-ব্যানার ছিঁড়তে শুরু করলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ায় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। পরে পুলিশ শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন অবশ্য দাবি করেছেন, দুপুরের দিকে উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হলে ছাত্রলীগ কর্মীরা তাতে হামলা চালায়। এ সময় পুলিশও ছাত্রদলকর্মীদের ওপর হামলা করে এবং গুলি চালায়। অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন বলেন, “বর্তমানে বেড়ায় ছাত্রলীগের কোনো কমিটি নেই। আর বেড়ায় যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কখনো এ ধরনের কাজ করতে পারে না।” বিএনপি ও ছাত্রদল নিজেরাই ঝামেলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *