ইরাকি সেনাবাহিনীর হাতে আইএসআইএল’র ৩ শীর্ষ কমান্ডার নিহত
ইরাকের সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র সবচেয়ে শীর্ষ তিন কমান্ডার নিহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের ফালুজা শহরে বিমান হামলায় ওই তিন কমান্ডার নিহত হয়েছেন। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায় নি মন্ত্রণালয়। ফালুজা শহরের উত্তরে সাকলাউইয়া এলাকাতেও ইরাকি সামরিক বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় আইএসআইএল গোষ্ঠীর অন্তত ১৪০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে। ইরাকের সামরিক বাহিনী এরইমধ্যে বেশ কিছু এলাকা থেকে আইএসআইএল সন্ত্রাসীদেরকে উৎখাত করতে সক্ষম হয়েছে। এ কাজে দেশটির শিয়া, সুন্নি ও উপজাতি স্বেচ্ছাসেবকরা সেনাবাহিনীকে ব্যাপকভাবে সহযোগিতা করে আসছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় ইরাকের সামরিক বাহিনী সম্প্রতি তিকরিত শহর মুক্ত করতে সক্ষম হয়েছে। এ সময় আইএসআইএল’র পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিকরিত শহরটি রাজধানী বাগদাদ থেকে উত্তর-পশ্চিমে অবস্থিত।