ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন সক্ষমতার শতভাগের অধিক পরিশোধন এবং সর্বোচ্চ উৎপাদন
এম আর মিলন(ব্যুরো প্রধান চট্টগ্রাম):
এই প্রথমবারের মতো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারী লিমিটেড (ইআরএল) বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টনের অতিরিক্ত আরও ৩৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করেছে, যা ইআরএল’র বিগত ৫৭ বছরের পরিচালনাকালে এবারেই প্রথম। মংগলবার দুপুরে ইআরএল হল রুমে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান ইস্টার্ন রিফাইনারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান l মোহাম্মদ নাসিমুল গনি।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ইআরএল’র বাৎসরিক পরিশোধন সক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টন এর বিপরীতে ২৪-২৫ অর্থবছরে ক্রুড অয়েল পরিশোধনের পরিমান ১৫ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টনে দাড়িয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সময়কালে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ পরিমান ক্রুড অয়েল পরিশোধন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির উৎপাদনের ইতিহাসে একটি অনন্য মাইলফলক অর্জিত হয়েছে।
প্রতিষ্ঠান টি এই বিশেষ সাফল্য অর্জনে বেশকিছু বাস্তবভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও ইআরএল’র কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় এই উৎপাদন সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান ইআরএল’ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আমিন উল আহসান।