‘ঈদ-২০১৪ ক্রীড়া প্রতিযোগিতা’য় দুই সহোদরের সাফল্যচ
চট্টগ্রাম প্রতিনিধি:
ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক নবীন মেলা (রহমতগঞ্জ) কর্তৃক আয়োজিত উন্মুক্ত শিশু কিশোর ‘ঈদ-২০১৪ ক্রীড়া প্রতিযোগিতা’য় অংশগ্রহণ করে সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে মো: ওয়ালিদ ও মো: ওয়াজিদ ভ্রাতৃদ্বয়। উভয়ে দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথাক্রমে মো: ওয়ালিদ জুনিয়র বিভাগে টেবিল টেনিসে রানার আপ ও দাবায় চ্যাম্পিয়ন এবং মো: ওয়াজিদ টেবিল টেনিসে ৪র্থ স্থান ও দাবায় ৩য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। তারা জামাল খানস্থ ন্যাশনাল কারিকুলাম স্কুল সিভিএনএস- চিটাগাং ভিক্টোরি ন্যাশনাল স্কুলে যথাক্রমে ওয়ালিদ ৭ম শ্রেণিতে এবং ওয়াজিদ ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত। সবার কাছে তাদের উজ্জ্বল এবং সাফল্যময় ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন স্কুলের অধ্যক্ষ মিসেস আশ্ফা খানম, সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী।