Connecting You with the Truth

এখনও বিতর্ক পিছু ছাড়েনি ‘পিকে’র

বিনোদন ডেস্ক:b-2
ব্যবসা ৩০০ কোটি পেরিয়ে গেছে, তবু এখনও বিতর্কেই ডুবে রয়েছে ‘পিকে’। হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এমন ছবি কিভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো, এমন প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি করেছেন ধর্মগুরু শঙ্করাচার্য স্বরূপানন্দ। ৬ জানুয়ারি সেন্সর বোর্ডের কয়েকজন সদস্য জ্যোতিশ্বরে স্বরূপানন্দের আশ্রমে যান। সেখানে তাদের সামনে আবারও বিষয়টি তুলে ধরেন ওই ধর্মগুরু। বোর্ড সদস্য সতীশ কল্যাণকর অভিযোগ করেন, তিনি সেন্সর বোর্ডের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রসঙ্গ তুললেও অন্যরা তার কথায় পাত্তা দেননি। এমনকি বেশকিছু দৃশ্য বাদ দেওয়ার জন্য তিনি বৈঠক ডাকলেও সেইসব দৃশ্য রেখে দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সতীশ। অন্যদিকে স্বরূপানন্দ সাংবাদিকদের জানিয়েছেন, সেন্সর বোর্ডের কিছু সদস্য ছবিটি পূণর্বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন। আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছেও লিখিত আবেদন জানান তারা। স্বরূপানন্দ আরও জানিয়েছেন, যারা মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তাদের নাম ‘পিকে’র ছাড়পত্র থেকে বাদ দেওয়া হয়েছে। পুরো ব্যাপারটি নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছেন স্বরূপানন্দ।

Comments
Loading...