এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাহাত চৌধুরীঃ
(জেলা প্রতিনিধি কুমিল্লা)
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরল গ্রামে বাংলাদেশ অসহায় শিশু পুনর্বাসন কমপ্লেক্সের ৫০ জন এতিম শিশু পেলেন উদ্দীপন বাগমারার শীতবস্ত্র (কম্বল)।
রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র সহযোগিতায় বুধবার (১৫ জানুয়ারি) সকালে ৫০জন এতিম শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দেন উদ্দীপন বাগমারার প্রতিষ্ঠাতা লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক Kamal Hossain ।
উদ্দীপন বাগমারা’র প্রতিষ্ঠাতা কামাল হোসেন বলেন, গত কয়েকদিন বিশেষ করে গতরাতে তীব্র শীত পড়েছে। আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ হবে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষের অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে বরল এতিমখানা শিশুদের ঠান্ডায় অনেক কষ্ট পাচ্ছে। তাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাদের অনেকেরই মা-বাবা নেই৷ এমন অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে পেরে মনে অনেক স্বস্তি পেয়েছি। এই মানবিক কাজে সহযোগিতা করায় রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউকে উদ্দীপন বাগমারার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।